করোনা মোকাবিলায় ফের ফিরে এল দেশজুড়ে লকডাউনের স্মৃতি
ফিরে এল সেই আতঙ্কের স্মৃতি। ফের করোনা থেকে বাঁচতে দেশজুড়ে লকডাউন ঘোষণা হল। সেই একই পথে হাঁটতে চলেছে গোটা মহাদেশের অন্য দেশগুলিও।
দেশজুড়ে লকডাউন এক আতঙ্কের স্মৃতি। এখন লকডাউন ঘোষণা হলেও তা আংশিক হচ্ছে বা কোনও একটি বিশেষ এলাকায় হচ্ছে। দেশজুড়ে লকডাউন এরমধ্যে দেখা যায়নি। কিন্তু সেই স্মৃতি ফের উস্কে দিল অস্ট্রিয়া।
ইউরোপের এই দেশের সরকার শুক্রবার দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছে। এই লকডাউন অবশ্য এখনই চালু হচ্ছেনা। সামনের সপ্তাহ থেকে শুরু হবে দেশজুড়ে লকডাউন।
তার আগে যে ২ দিন মানুষ পাবেন তার মধ্যে তাঁদের প্রয়োজনীয় জিনিস মজুত করে নিতে হবে। সেই সঙ্গে পয়লা ডিসেম্বর থেকে দেশের সকলের টিকাকরণ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে অস্ট্রিয়া সরকার।
ইউরোপ জুড়েই করোনার বাড়বাড়ন্ত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। জার্মানি, রাশিয়া, ফ্রান্স সহ অন্য দেশগুলিতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে সেখানে ইতিমধ্যেই বেশকিছু বিধিনিষেধ আরোপ হয়েছে। তবে দেশজুড়ে লকডাউন নিয়ে তারা এখনও ভাবেনি।
মনে করা হচ্ছে সেই রাস্তা দেখিয়ে দিল অস্ট্রিয়া। এবার অস্ট্রিয়ার পথে হেঁটে ফের দেশজুড়ে লকডাউনের পথে যেতে পারে অন্য দেশগুলিও।
করোনা চেন ভাঙতে লকডাউনকেই করোনা ছড়িয়ে পড়ার পর মোক্ষম অস্ত্র হিসাবে নিয়েছিলেন বিশেষজ্ঞেরা। যার হাত ধরে ভারত সহ বহু দেশেই লকডাউন ঘোষণা হয়। এখন ফের ইউরোপ জুড়ে করোনার বাড়বাড়ন্তে লাগাম দিতে সেই পুরনো অস্ত্র হাতে তুলে নিল অস্ট্রিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা