বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্যও আধার কার্ড আনল সরকার। কোনও শিশুর ১ বছরের ওপর ও ৫ বছরের নিচে বয়স হলেই এই আধার কার্ড তৈরি করা যাবে। যেখানে আঙুলের ছাপ বা শিশুর আইরিস স্ক্যানের কোনও দরকার পড়বে না। বায়োমেট্রিক লাগবে না। ‘বাল আধার’ নাম দিয়ে ৫ বছরের কম বয়সীদের জন্য এই আধার কার্ড হবে নীল রঙের। তাতে থাকবে বাবা-মায়ের আধার সংক্রান্ত তথ্যাবলি।
নীল রঙের বাল আধার কার্ড শিশুর ৫ বছর বয়স পর্যন্তই বৈধ। তারপর অবশ্য বড়দের মতই তাদের বায়োমেট্রিক আধার কার্ড তৈরি হবে। সেই কার্ড আবার ১৫ বছর বয়স হলে পরিবর্তন করে ফের নতুন করে আধার কার্ড বানাতে হবে।