
পরনে তাঁর পরিচিত পোশাক। পায়ে মোজা ছাড়া গেরুয়া জুতো। সাধারণভাবে যোগ সাধনার পাঠ দিতেই তাঁকে এতদিন দেখেছেন সকলে। দেখা গেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক জমায়েতেও। তাবলে ফুটবল মাঠে? তাও আবার ফুটবল পায়ে ছুটতে! সেই বিরলতম দৃশ্যের সাক্ষী হল দিল্লি। একটি চ্যারিটি ফুটবল ম্যাচে পায়ে বল নিয়ে বিপক্ষের গোলের দিকে ছুটলেন পতঞ্জলি খ্যাত স্বয়ং বাবা রামদেব। দেশের সাংসদ ও বলিউড তারকাদের মধ্যে এই রঙিন ম্যাচের সব রঙ এদিন একাই শুষে নিলেন গেরুয়া ধুতি আর উড়নি পরিহিত যোগগুরু। একদিকে বলিউড তারকাদের দলের নেতৃত্ব দেন অভিষেক বচ্চন। দলে ছিলেন অর্জুন কাপুর, রণবীর কাপুর, ডিনো মোরিয়া প্রমুখ। অন্যদিকে সাংসদদের দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলে ছিলেন প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সতীশ গৌতম প্রমুখ। রামদেব বাবার সংস্থা পতঞ্জলি এই চ্যারিটি ম্যাচে অর্থ না দিলেও ম্যাচে সকলের জন্য নরম পানীয় ও জলখাবারের ব্যবস্থা করেছিল।