যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
যোগগুরু হিসাবে সুপরিচিত বাবা রামদেবের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করলেন এক আইনজীবী। সঙ্গে আরও ৪ জনের বিরুদ্ধেও এফআইআর হয়েছে।
জয়পুর : গত মঙ্গলবারই যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ তাদের একটি নতুন উৎপাদন বাজারে এনেছে। নাম কোরোনিল। দাবি করা হয়েছে ওটি খেলে নাকি করোনা ৭ দিনে সেরে যায়! করোনার বিরুদ্ধে কার্যকরী এই কোরোনিল কেবল করোনার কারণে লাইফ সাপোর্ট সিস্টেমে চলে যাওয়া মানুষকে বাঁচাতে পারে বলে সংস্থার দাবি। তাদের এই দাবি সম্বন্ধে জানার পর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক জানিয়ে দেয় পতঞ্জলি তাদের এই নতুন প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারবেনা।
বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দেশজুড়ে কানাঘুষো চলছিল। যেখানে গোটা বিশ্ব করোনার ওষুধ খুঁজতে রাতদিন এক করে ফেলছে। সেখানে পতঞ্জলির এই দাবি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে। আদৌ কি তাদের দাবিকে মান্যতা দিচ্ছে সরকার? সে প্রশ্নও উঠতে থাকে। এরমধ্যেই জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে করোনার ওষুধ আবিষ্কারের দাবি করা বাবা রামদেব, পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ, বলবীর সিং তোমার, অনুরাগ তোমার এবং অনুরাগ ভার্সনে-র বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী।
পুলিশ জানাচ্ছে, এঁদের বিরুদ্ধে করোনার ওষুধ তৈরি করে ফেলেছেন বলে দাবি করায় ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে। ফলে বিষয়টি যে বাবা রামদেবের জন্য আরও ঘোরাল হল তা বলার অপেক্ষা রাখে না। এদিকে আগেই পতঞ্জলি দাবি করেছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়ালও করেছে তাদের ওষুধের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা