পরনে পোশাক না থাকলেও মহিলাদের সুন্দর দেখতে লাগে, বললেন রামদেব
পোশাক ছাড়াও মহিলাদের সুন্দর দেখতে লাগে। মহিলাদের যোগাসনের অনুষ্ঠানেই এমন দাবি করলেন রামদেব। যেখানে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
মহিলাদের শাড়িতে সুন্দর দেখতে লাগে। সালোয়ার কামিজেও সুন্দর লাগে। এমনকি তাঁদের পরনে কোনও পোশাক না থাকলেও তাঁদের সুন্দর দেখতে লাগে। মহিলাদের একটি যোগাসনের অনুষ্ঠানে কয়েক শো মহিলার সামনে এমনই দাবি করলেন যোগগুরু রামদেব।
অনুষ্ঠানে রামদেবকে সে সময় ঘিরে ছিলেন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিণ্ডে, মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী গায়িকা অমৃতা ফড়নবিশ সহ বিজেপির অনেক নেতা। অনুষ্ঠানটি ছিল মহিলাদের যোগাসন প্রশিক্ষণ শিবির।
যেখানে বিনামূল্যেই মহিলাদের যোগাভ্যাসের পাঠ দেন রামদেব। এখানে পোশাক নিয়ে একটি পরিস্থিতির প্রেক্ষিতেই এই মন্তব্য করেন যোগগুরু।
পতঞ্জলি যোগ পীঠ এবং মুম্বই মহিলা পতঞ্জলি যোগ সমিতি-র যৌথ উদ্যোগে মহিলাদের এই যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথমে যোগ শিক্ষা দেন রামদেব।
সে সময় নানা বয়সের মহিলা যোগচর্চার জন্য বিশেষ পোশাক পরেছিলেন। এই যোগাভ্যাসের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই রামদেবের বক্তব্য শুরু হয়ে যায়।
সেই বক্তব্য শুনতে অনেক মহিলাই আর পোশাক বদলের সময় পাননি। তাঁরা যোগচর্চার পোশাক পরেই বক্তব্য শুনতে বসে পড়েন।
এই সময় রামদেব তাঁদের নিশ্চিন্ত করে জানান যোগচর্চার পোশাকে বক্তব্য শুনতে বসায় কোনও সমস্যা নেই। মহিলারা চাইলে বক্তব্য পেশের পর বা একদম বাড়ি ফিরেই পোশাক বদলে ফেলতে পারেন। তারপরই তিনি পোশাক ছাড়াই মহিলাদের সুন্দর লাগে বলে দাবি করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা