বলিউডে এখন ট্রেন্ড হল পুরনো জনপ্রিয় সুরগুলিকে নতুন মোড়কে পেশ করার। এটা বন্ধ হওয়া উচিত। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি নিজেদের কপিউড বানানো বন্ধ করুক। পুরনো সিনেমার সাউন্ড ট্র্যাককে অন্য মোড়কে পেশ করা বা তা রিমিক্স করা অনেকদিন ধরে চলছে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। এমনই মন্তব্য করলেন ব়্যাপার বাবা সায়গল।
কিন্তু কেন বন্ধ করা হবে এসব? পুরনো গানকে নতুন মোড়কে পেশে আপত্তি কোথায়? বাবার বক্তব্য পুরনো গানকে রিমিক্স করে পেশ করা অন্যায় নয়। কিন্তু সেসব পুরনো গানের রিমিক্স করতে গিয়ে যে বাদ্য বিন্যাস ব্যাবহার করা হচ্ছে, যে মানের তা হচ্ছে তা ভয়ংকর। বাবার মতে এর কারণ হল এক্ষেত্রে কোনও সৃজনশীলতা কাজই করছে না। কেবলমাত্র হয়তো গানগুলির প্রবল জনপ্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে, যাতে তা অর্থকরী হয়।
রবিবার ট্যুইট করে নিজের বক্তব্য পেশ করেন ৯০ দশকে ভারতীয় ব়্যাপ সঙ্গীত জগতের উজ্জ্বলতম তারকা বাবা সায়গল। ভারতের প্রথম ব়্যাপার বাবা আরও জানান, পুরনো গানগুলির মাধুর্য নষ্ট না করে বরং প্রতিভাকে জায়গা করে দেওয়ায় জোর দেওয়া হোক। প্রতিভাদের তুলে আনা হোক বলিউড সঙ্গীত জগতে। বাবা সায়গলের এই মন্তব্য কিন্তু বলিউডের অলিখিত প্রচলিত প্রবণতায় বড় ধাক্কা দিয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা