দিলীপের ঝুনঝুনি মন্তব্যের পাল্টা জবাব কড়া কটাক্ষে দিলেন বাবুল সুপ্রিয়
সম্পর্কটায় যে বিজেপিতে থাকতেই চির ধরেছিল তা প্রকাশ্যে আসতে সময় নেয়নি। এখন তো আবার বাবুল সুপ্রিয় তৃণমূল নেতা। ফলে ২ জনের জোর বাকযুদ্ধ শুরু।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট। তার আগে কলকাতা পুরসভায় তৃণমূল কাকে মেয়র পদপ্রার্থী করে ভোটে লড়তে চলেছে সে বিষয়ে এখনও দলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।
তবে তৃণমূলের অন্দরে কান পাতলে যে নামটা উঠে আসছে সেটা বাবুল সুপ্রিয়। সেই কানাঘুষো মাথায় রেখেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ খোঁচা দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ রাজনৈতিককে।
তৃণমূল বাবুল সুপ্রিয়কে ঝুনঝুনি দেবে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। যার মানে দাঁড়ায় তৃণমূল বাবুলকে কিছুই দেবেনা। যদিও দিলীপের এই খোঁচার পাল্টা জবাব কড়া ভাষা ও অবজ্ঞার সুরেই দিয়েছেন বাবুল। দিলীপবাবু উন্মাদ ছাড়া আর কিছু নন বলে কটাক্ষ করেছেন তিনি।
বিজেপিতে থাকতেই বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের বনে না বলেই শোনা যেত। ২ জনের মধ্যে মতের অমিলও দলে বারবার উত্তাপ ছড়িয়েছে। এক দলে থাকতেই যে চিড় ধরেছিল তা এখন বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর প্রকাশ্য বাকযুদ্ধে পরিণত হয়েছে।
দিলীপবাবুর দাবি, বাবুলকে তৃণমূল কলকাতার মেয়র পদপ্রার্থী করতেই পারে না। কারণ তিনি কলকাতার ভোটারই নন। যদিও বাবুল সুপ্রিয়র পৈতৃক বাড়ি কৈলাস বোস স্ট্রিটে। তিনি সেখানকারই ভোটারও ছিলেন। তবে আসানসোল থেকে বিজেপি প্রার্থী হওয়ার পর তিনি সেখানে তাঁর ভোটার কার্ড নিয়ে যান। সেখানকার ভোটার হয়ে যান।
এখন দেখার যে বাবুল ফের কৈলাস বোস স্ট্রিটেই তাঁর ভোটার কার্ড ফিরিয়ে নিয়ে আসেন কিনা। এদিকে শোনা যাচ্ছে তৃণমূল ওই এলাকাতেই তাঁকে প্রার্থী করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা