মনের কথা, অনুভূতির কথা বলে দেওয়া অ্যাপ
মস্তিষ্কের বিকাশ সম্বন্ধেও তথ্য পৌঁছে দেবে অ্যাপটি। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন এটা উপকারি হতে চলেছে।
নতুন বাবা-মা হওয়ার পর অনেকেই ঠাওর করতে পারেননা তাঁদের ছোট্ট সন্তানটি কী ভাবছে বা কী তার অনুভূতি। গবেষকরা তাঁদের জন্য একটি রাস্তা খুলে দিচ্ছেন।
এবার স্মার্টফোনের জন্য একটি এমন অ্যাপ তাঁরা তৈরি করেছেন যা শিশুর ভাবনা ও অনুভূতির কথা বাবা-মাকে জানান দেবে। তাতে কোলের শিশুকে বুঝতে তাঁদের সুবিধা হবে।
বেবিমাইন্ড নামে অ্যাপটি অভিভাবকদের দিনের ঠিক ওই সময় তাঁদের সন্তানের মন দিয়ে বাবা-মাকে ভাবার সুযোগ করে দেবে। যা তাঁদের বুঝতে সাহায্য করবে তাঁদের সন্তান ঠিক কী ভাবছে। বা তখন তার অনুভূতিটা কেমন।
এরসঙ্গে তাঁদের সন্তানের মস্তিষ্কের বিকাশ সম্বন্ধেও তথ্য অভিভাবকের কাছে পৌঁছে দেবে অ্যাপটি। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন এটা উপকারি হতে চলেছে।
এই অ্যাপ তৈরির পর সদ্যোজাত সন্তানদের মায়েদের এই অ্যাপ ব্যবহারের সুযোগ দিয়ে তাঁদের সন্তানের জন্ম থেকে ৬ মাস হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। গবেষকরা দেখেন বাবা-মা সন্তানের সঙ্গে খেলছেন। আর তা করছেন শিশুর ভাবনার সঙ্গে সমন্বয়সাধন করে।
এই অ্যাপ ব্যবহার করছেন না এমন মায়েদের সন্তানের সঙ্গে ব্যবহারের সঙ্গে অ্যাপ ব্যবহারকারী মায়েদের আচরণ তুলনা করা হয়। তাতে দেখা গেছে কমবয়সী মায়েরা যাঁরা এই অ্যাপ ব্যবহার করছেন তাঁরা সন্তানের সঙ্গে অনেক বেশি সমন্বয় সাধনে সক্ষম হয়েছেন। গবেষকদের পরামর্শ এই অ্যাপ কমবয়সী মায়েদের জন্য অনেক বেশি উপকারি হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা