কেদারনাথের পর এবার দরজা খুলল বদ্রীনাথ মন্দিরের। ৬ মাস বন্ধ থাকার পর শনিবার সকালে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বদ্রীনাথ মন্দির শীতের জন্য ৬ মাস বন্ধ থাকে। এদিন সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভোর ৪টে ১৫ মিনিটে মন্দিরের দরজা খোলা হয়। প্রথা মেনে মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বর প্রসাদ নাম্বুদ্রি মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেন। হাজার হাজার পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে ও বদ্রীনাথ দর্শন করতে ভিড় জমান। সকাল ৮টা ২৫ মিনিটে পৌঁছন রাষ্ট্রপতি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ১৭০ ফুট উচ্চতায় অবস্থিত সপ্তশতকে তৈরি বদ্রীনাথ মন্দিরে এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল কৃষ্ণকান্ত পল, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মন্দিরে প্রায় ২ ঘণ্টা কাটান রাষ্ট্রপতি। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি মন্দির থেকে জলিগ্রান্ট বিমানবন্দরের দিকে যাত্রা করেন। সেখান থেকে বিশেষ বিমানে তিনি দিল্লি ফিরে যান।