ছেঁড়া ফাটা জুতোর দাম দেড় লক্ষ টাকা, তাও আছে মাত্র কয়েকটাই
ছেঁড়া ফাটা জুতোর দাম প্রায় দেড় লক্ষ টাকা! তাও আবার চাইলেই কেনা যাবেনা। দেরি করলে ফুরিয়ে যেতে পারে স্টক। কারণ হাতে আছে মাত্র কয়েকটাই।
শতচ্ছিন্ন জিনসের দাম যে অনেক হতে পারে, তাও শোকেসে সাজানো থাকতে পারে, তা এখন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন। কিন্তু ছেঁড়া ফাটা জুতোও যে মানুষ কিনতে চান আর তার জন্য দেড় লক্ষ দাম হাঁকতে পারে সংস্থা তেমন কোনও ধারনা বোধহয় ছিলনা।
সংস্থাটি যেসব ছেঁড়া জুতো বিক্রির জন্য সামনে এনেছে ততটা ছেঁড়া পর্যন্ত সাধারণ পরিবারের মানুষও অপেক্ষা করেননা। জুতো কিছুটা ছিঁড়ে গেলে তা মুচির কাছে সারিয়ে পরেন।
তারপর তা সেলাই করে পরার পরিস্থিতিতে না থাকলে নতুন এক জোড়া জুতো কিনে নেন। ব্যালেনসিয়াগা নামে এই সংস্থাটি যে ছেঁড়া জুতো বিক্রির জন্য সামনে এনেছে সেগুলি এতটাই ছেঁড়া যে কেউই জুতো অতটা নষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করেননা।
সংস্থার তরফে জানানো হয়েছে এমন মাত্র ১০০ জোড়া জুতোই রয়েছে তাদের কাছে। বিভিন্ন দামে রয়েছে সেগুলি। ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার টাকা থেকে শুরু।
সবচেয়ে বেশি দামে যে জুতোগুলি রয়েছে সেগুলির দাম ১ লক্ষ ৪৪ হাজার টাকার মত। যে জুতো যত বেশি ছেঁড়া ফাটা, নোংরা সে জুতোর দাম তত বেশি।
সংস্থা তাদের এই ছেঁড়া জুতোর সংগ্রহের নাম দিয়েছে প্যারিস কালেকশন। সংস্থার দাবি, তাদের এই জুতো সারা জীবন পরিধান করা যাবে।
কিন্তু প্রশ্ন হল কে পরবেন? এ জুতো পায়ে দেখলে অনেকেই তো নাক সিঁটকোবেন। নেটিজেনরাও এই জুতোগুলির ছবি দেখে কার্যত বিরক্ত।
সংস্থার মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করছেন কেউ কেউ। প্রসঙ্গত ব্যালেনসিয়াগা সংস্থাটির জন্ম স্পেনে। তবে এখন এটি ফ্রান্সের একটি বিখ্যাত বুটিক ব্র্যান্ড।