মঙ্গলবার বালিগঞ্জ সায়েন্স কলেজের আগুনে ভস্মীভূত ল্যাব পরিদর্শন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মার্জিত। ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য এদিন কলেজের সমস্ত বিভাগের পঠনপাঠন বন্ধ রাখা হয়েছিল। আগুন কেন লাগল তা খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অন্যদিকে কলেজের অধ্যাপকদের একাংশ অগ্নি সুরক্ষা বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সোমবার বিকেলে সায়েন্স কলেজে ক্লাস চলাকালীনই ল্যাবে আগুন লাগে। দমকলের ১৪টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। যদিও ততক্ষণে পুড়ে যায় কলেজের দুটি ল্যাব ও সংরক্ষিত কিছু দুষ্প্রাপ্য প্রাণির চামড়া। রাত পর্যন্ত কলেজের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে দেখা যায় ছাত্রছাত্রীদের।
Leave a Reply