Entertainment

এল ওপারের ডাক, চলে গেলেন বনশ্রী

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম…। খবরটা যাঁরই কানে এসেছে তারই একবারের জন্য কানে বেজে উঠেছে বাংলা আধুনিকের স্বর্ণযুগের সেই গানের কলি। যা একদিন আপামর বাঙালির হৃদয় ছুঁয়ে গিয়েছিল এক অনন্য সংগীত প্রতিভার দরদী গলায় মিষ্টি সুরে। সেই বনশ্রী সেনগুপ্ত চলে গেলেন। রবিবার বেলা সাড়ে ১১টায় এসএসকেএম হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। ফুসফুসে সংক্রমণ নিয়ে দিন দশেক আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছিল। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ফেলে গেলেন অগণিত ভক্ত আর তাঁর সুরেলা কণ্ঠ। যা চিরদিন বাঙালির হৃদয়ে সযত্নে রক্ষিত হবে। বাঁচিয়ে রাখবে বাংলা সুর জগতের এই অন্যতম উজ্জ্বল তারকাকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর থেকেই একটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ছিলেন। সঙ্গীত জীবনে বহু বাংলা ও হিন্দি গান গেয়েছেন বনশ্রী সেনগুপ্ত।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button