এ যেন উলট পুরাণ! গত ১৫ মার্চ বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল মাহমুদুল হাসান মারুফ। রাত ভালোই হয়েছিল। রাস্তাঘাটে তেমন লোকজনও ছিল না। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির দিকে হাঁটা দিচ্ছিল মাহমুদুল। বাংলাদেশের ঢাকায় তার বাড়ি।
কিশোরের দাবি, আচমকা তার পথ আটকে দাঁড়ায় বছর ১৬-র এক কিশোরী। অভিযোগ কিশোরের সামনে এসে একটা তরল কিশোরের মুখে ছুঁড়ে মারে সে। আদপে যা ছিল অ্যাসিড। কাজ হাসিলের পর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই কিশোরী।
তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে মুখ চেপে রাস্তার ওপর বসে পড়ে বছর ১৭-র মাহমুদুল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় তার বন্ধুরা। তাড়াতাড়ি করে জখম বন্ধুকে নিয়ে হাসপাতালের দিকে ছুট লাগায় তারা। খবর দেওয়া হয় কিশোরের পরিবার ও পুলিশকে।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কিশোরী ও তার মাকে গ্রেফতার করে পুলিশ। অ্যাসিড আক্রান্ত কিশোরের অভিযোগ, ওই কিশোরী বেশ কিছুদিন আগে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে। তারপরেও ওই কিশোরী তার পিছু ধাওয়া করত বলে অভিযোগ কিশোরের।
প্রেমের প্রস্তাব না মানাতেই কিশোরের ওপর অ্যাসিড হামলা করা হয় বলে মনে করছে পুলিশ। কিশোরের মুখ অ্যাসিডের প্রভাবে পুরোপুরি বিকৃত হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার মুখে প্রেমিকের অ্যাসিড আক্রমণের ন্যক্কারজনক ঘটনা হামেশাই শোনা যায়। তবে, প্রেমের আহ্বানে সাড়া না দেওয়ায় প্রেমিকের ওপর এক কিশোরীর এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশি রাষ্ট্রে।