
সিলেটে অপারেশন টোয়াইলাইট শেষ হওয়ার পর মঙ্গলবারই ঢাকার মৌলভীবাজার উপজেলার নাসিরপুরে একটি বাড়ি ঘিরে ফেলে বাংলাদেশের সন্ত্রাসদমন শাখা। পুরো বাড়ি ঘিরে ফেলা হয় মঙ্গলবার গভীর রাতেই। বুধবার সকালে সেখানে বিস্ফোরণের শব্দ মেলে। সূত্রের খবর, এরপরও বাড়িতে ঢোকার ঝুঁকি নিচ্ছিল না পুলিশ। এমনকি বাড়ির বিভিন্ন জায়গায় আইইডি লাগানো রয়েছে বলেও খবর পায় তারা। ফলে ঝুঁকির রাস্তায় না গিয়ে ড্রোনের সাহায্যে বাড়ি পরীক্ষা করা শুরু করে পুলিশ। ঘিরে রাখা হয় গোটা বাড়ি। বুধবারের পর বৃহস্পতিবারও বাড়ি ঘেরাই ছিল। পরে নিশ্চিত হয়ে বাড়ির বাগান দিয়ে ভেতরে ঢোকে পুলিশ। ঢুকে দেখে বাড়ির ২টি ঘরে ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। কোথাও মুণ্ড তো কোথাও হাত, কোথাও বা পড়ে আছে পা। সেগুলিকে একসঙ্গে জড়ো করে কতজন জঙ্গি ছিল তা বোঝার চেষ্টা শুরু করে পুলিশ। তবে অপারেশন হিট ব্যাক নামে এই অভিযান শেষ বলেই জানিয়েছে তারা। তবে মৌলভীবাজারের আরও একটি জায়গা এখনও ঘিরে রেখেছে পুলিশ। সেখানেও জঙ্গিরা লুকিয়ে আছে বলে মনে করছে সন্ত্রাসদমন শাখা।