ঝোড়ো হাওয়ায় নৌকাডুবি, মৃত ৪, নিখোঁজ ১৫
প্রবল ঝোড়ো হাওয়া বইছিল। তারমধ্যেই যাত্রীদের নিয়ে খেয়াপারে বেরিয়ে পড়েছিল নৌকা। কিন্তু মাঝ নদীতে নৌকা গেল উল্টে।
ঢাকা : সকলেই শ্রমিকের কাজ করেন। সংখ্যায় ৭০ জন। তাঁদের নিয়ে খেয়াপার করতে বাংলাদেশের যমুনা নদীর জলে ভেসে পড়ে একটি নৌকা। ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১১টা। যমুনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝোড়ো বাতাস। তাতে টলমল করতে থাকে নৌকা। অত যাত্রী নিয়ে টলতে থাকা নৌকা মাঝ নদীতে আর টাল রাখতে পারেনি। যায় উল্টে।
মাঝ যমুনায় বাঁচার আর্তি নিয়ে চিৎকার করতে থাকেন অনেকে। জলের টানে ভেসেও যেতে থাকেন। সাঁতার যাঁরা জানতেন তাঁরা সাঁতরে পাড়ে উঠে আসেন। বাকিরা জলে তলিয়ে যেতে থাকেন। পরে ৪ জনের দেহ উদ্ধার হয়। ৫১ জন প্রাণে বেঁচে গেছেন। ১৫ জনের কোনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারে তল্লাশি চলছে।
ঝোড়ো হাওয়ার কারণে যমুনার জলে ঢেউ ছিল। স্রোতের টান ছিল প্রবল। ফলে এই ১৫ জনকে স্রোত অনেকটা টেনে নিয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের প্রধান ৩টি নদীর একটি যমুনায় প্রবল স্রোত থাকায় উদ্ধারেও সমস্যা হয়। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়। ডুবে যাওয়া নৌকাটিকেও উদ্ধার করা সম্ভব হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা