অর্ধেক বাংলাদেশই চলে গেছে জলের তলায়
বাংলাদেশের ভূখণ্ডের অর্ধেকটাই প্রায় জলের তলায় চলে গেছে। ইতিমধ্যেই মৃত্যু ১১৯ ছুঁয়েছে।
ঢাকা : অসম যখন বন্যায় নাজেহাল। মানুষের মৃত্যু হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব খুইয়েছেন। বন্যপ্রাণ শেষ হয়ে যাচ্ছে। গোটা রাজ্যটা একটা বিশাল জলাধারের চেহারা নিয়েছে। তখন একই রকম খারাপ পরিস্থিতি বাংলাদেশের। প্রতিবেশি দেশের প্রায় অর্ধেকটাই জলের তলায় চলে গেছে। এখনও ১১৯ জন বন্যায় প্রাণ হারিয়েছেন।
যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ৯৬ জন বন্যার জলে ডুবে মারা গেছেন। ১৩ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। ৮ জন বাজ পড়ে মারা গেছেন। ২ জন জলবাহিত রোগে প্রাণ হারিয়েছেন। প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যার্ত। বহু গ্রাম জলের তলায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে হেক্টরের পর ফসল ভরা হেক্টর ক্ষেত জমি। গবাদি পশুর মৃত্যুর সংখ্যা এখনও অজানা।
বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩১টি জেলাই বন্যা কবলিত। সেখানে শুধু জল আর জল। অনেক নদীই বিপদসীমার ওপর দিয়ে বইছে। রাস্তাঘাট সবই হারিয়ে গেছে বন্যার জলের তলায়। ফলে সড়ক যোগাযোগ কার্যত বিপর্যস্ত। ট্রেন চলাচলও বিঘ্নিত। বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে জল হুহু করে বন্যা কবলিত এলাকায় ঢুকে পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা