World

মাঝ নদীতে নৌকা ও ট্রলারের সংঘর্ষ, নৌকাডুবিতে মৃত ১০, নিখোঁজ অনেক

মাঝ নদীতে ২টি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় নৌকাডুবি হল। বর্ষায় ফুলে ফেঁপে ওঠা নদীতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা : বর্ষার সময়। প্রায় প্রতিটি নদীই এখন ফুঁসছে। জল বেড়েছে নদীগুলিতে। সঙ্গে রয়েছে প্রবল স্রোত। তবে নদী পারাপারের জন্য ফেরি বন্ধ নয়। নৌকা পারাপার চলছে। বাংলাদেশের গুমাই নদীও ফুঁসছে। সেই নদীতেই ৩২ জন যাত্রী নিয়ে একটি নৌকা চলেছিল গন্তব্যে। মাঝ নদীতে ভেসে চলা নৌকার মাঝি একসময় দেখেন উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ট্রলার আসছে তাঁদের দিকেই। মাঝি চেষ্টা করেন নৌকাকে ট্রলারের সামনে থেকে সরিয়ে নেওয়ার। কিন্তু পেরে ওঠেননি। ট্রলারটি সোজা এসে ধাক্কা মারে নৌকায়। মাঝ নদীতেই উল্টে যায় নৌকাটি।

প্রবল স্রোত রয়েছে গুমাই নদীতে। নদী ফুঁসছে বর্ষায়। এই অবস্থায় নৌকাডুবি যে ভয়ংকর চেহারা নেবে তা বলাই বাহুল্য। নৌকাডুবি হতে দ্রুত যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় প্রশাসন জানাচ্ছে ১০টি দেহ তারা উদ্ধার করেছে। তার মধ্যে ৫ জন মহিলা ও ৫টি শিশু। ৮ জন সাঁতরে পাড়ে উঠতে সমর্থ হয়েছেন। বাকি যাত্রীদের কোনও খোঁজ নেই। তাঁদের উদ্ধার করতে সবরকম চেষ্টা চলছে। তবে প্রবল স্রোত থাকায় উদ্ধারে সমস্যা হচ্ছে। স্রোতের কারণে অনেকেই স্রোতের টানে দূরে গিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।


উদ্ধারকারীরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করার পাশাপাশি নৌকাটিকেও উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু সেই নৌকার খোঁজ মিলছে না। প্রবল স্রোতের কারণে সেটিকে উদ্ধার করে পাড়ে আনা মুশকিল হচ্ছে। গুমাই নদীর পাড়েও বহু মানুষ ভিড় জমান। ২টি গ্রামের মানুষই ওই দুর্ঘটনার কবলে পড়া নৌকায় ছিলেন বলে জানতে পারা গেছে।

কেন ট্রলার ও নৌকার মুখোমুখি সংঘর্ষ হল তাও প্রশাসনের কাছে পরিস্কার নয়। সকাল ১১টায় ঘটনাটি ঘটে। মাথার ওপর সূর্য। ঝলমলে আলোতে দূরে থাকা নৌকাও নজরে আসা উচিত। সেখানে এমন পরিস্থিতি তৈরি হল যে ২টি একদম মুখোমুখি এসে পড়ল অথচ তার আগে সরা গেল না! যাঁরা সাঁতরে বেঁচে গেছেন তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button