নৌকায় থাকা বরযাত্রীদের ওপর বজ্রপাত, ঘটনাস্থলেই মৃত ১৭
মর্মান্তিক বললেও কম বলা হয়। নৌকা করে বিয়ে বাড়ির দিকে যাওয়া বরযাত্রীদের ওপর আছড়ে পড়ল বাজ। নৌকাতেই মৃত্যু হল ১৭ জনের।
আনন্দের যাত্রা মাঝপথেই থেমে গেল আতঙ্ক আর চোখের জলে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশের বুক চিরে নেমে আসছে বিদ্যুতের ঝলকানি। কিন্তু বিয়ে তো এদিনই।
নিমন্ত্রণও ওইদিনই রক্ষা করতে হবে। বরযাত্রীরা তাই বৃষ্টির মধ্যেই সেজেগুজে চেপে বসেছিলেন নৌকায়। নদী পার করে তবে কনের বাড়ি।
নৌকায় নদী পার ছাড়া গতি নেই। নৌকা তখনও ছাড়েনি। পাড়েই দড়ি দিয়ে বাঁধা ছিল। সকলে উঠে বসার পর নৌকা তখন ছাড়ার উপক্রম করছে। আর ঠিক তখনই এক তীব্র বজ্রনাদ।
এক চারিদিক আলো করা বজ্র ঝলকানি নেমে এল নৌকার ওপর। মুহুর্তে সেই তীব্র বিদ্যুতে ঝলসে গেলেন ১৭ জন।
তাঁদের বাঁচানোর মত সময়টুকুও পাওয়া যায়নি। নৌকাতেই মৃত্যু হয় তাঁদের। বিয়েবাড়ির আনন্দে মাতোয়ারা মানুষগুলো নিমেষে শেষ হয়ে গেলেন।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশে পদ্মা নদীর ওপর। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাশ দিয়ে বয়ে গেলেছ পদ্মা। বর্ষার পদ্মা পার করেই ওপারে যেতে হত এঁদের নিমন্ত্রণ রক্ষা করতে।
সময় চলে যাচ্ছে দেখে বৃষ্টির মধ্যেই নৌকায় চড়ে বসেন তাঁরা। ১৭ জন ঘটনাস্থলেই মারা গেলেও ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আবহাওয়ার পরিবর্তনের কারণে ভারতের মত বাংলাদেশেও বজ্রপাতের পরিমাণ অনেকটা বেড়েছে। যা কেড়ে নিচ্ছে বহু প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা