২ ফুটেরও কম উচ্চতার গরুর সাথে সেলফি তুলতে উপচে পড়ে ভিড়
১ ফুট ৮ ইঞ্চি উচ্চতার গরু হতে পারে! অবাক করা হলেও এটাই হয়েছে বাস্তবে। রেকর্ড গড়া গরুর সাথে সেলফি নিতে উপচে পড়ে ভিড়।
একটি গরুর উচ্চতা ২০ ইঞ্চি। ফুটের হিসাবে যা ১ ফুট ৮ ইঞ্চি। এই গরুটিই হল বিশ্বের সবচেয়ে বেঁটে গরু। তার মালিক প্রথমে সেটিকে বিক্রির কথাই ভেবেছিলেন। কিন্তু এত ছোট উচ্চতার গরু বিক্রি হবে না বলে বুঝতে পারেন দ্রুত।
তারপর তিনি স্থির করেন ওই গরুটিকে তাঁর নিজের কাছেই রেখে দেবেন। ফলে কাজি সুফিয়ান নামে ওই কৃষকের ঘরেই বড় হতে থাকে রানি।
বয়স বাড়ে ঠিকই, কিন্তু উচ্চতা সর্বাধিক ১ ফুট ৮ ইঞ্চিতে গিয়ে থামে। বাংলাদেশের ঢাকার নিবাসী সুফিয়ান বুঝতে পারেন রানিই হয়তো বিশ্বের সবচেয়ে ছোট গরু।
এরপর তিনি রানির বিভিন্ন ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন। ফলে তার সম্বন্ধে অনেকেই জানতে পারেন। জানতে পারে খোদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সব খোঁজ নিয়ে রানিকেই বিশ্বের সবচেয়ে ছোট গরুর তকমা দেয়। রেকর্ডের খাতায় নাম উঠে যায় রানির।
রানির রেকর্ড গড়ার কথা ছড়িয়ে পড়ার পর তার সাথে সেলফি নিতে সুফিয়ানের গোয়ালে ভিড় জমতে থাকে। বহু মানুষ দূর দূর থেকে এসে সেলফি নিয়ে যান গরুটির সঙ্গে।
কিন্তু ২ বছর বয়সে মৃত্যু হয় রানির। তবে তার রেকর্ড অক্ষুণ্ণ থেকে যায়। রানি আদপে ভুটানি গরু। সাধারণ ভুটানি গরুর যে চেহারা হয়ে থাকে তার অর্ধেক ছিল রানির চেহারা।