কালো ডিম পেড়ে রাতারাতি বিখ্যাত পাতিহাঁস
রাতারাতি বিখ্যাত হয়ে গেল একটি পাতিহাঁস। এখন তাকে এবং তার পাড়া কালো ডিম দেখার জন্য রীতিমত ভিড় জমতে শুরু করেছে।
এই প্রথম ডিম দিল হাঁসটা। আর দিতে গিয়ে পরপর ২ দিন ২টি কালো ডিম পেড়েছে সে। কালো মানে বেশ কুচকুচে কালো। যা দেখতে গ্রাম তো বটেই, এমনকি আশপাশের গ্রামের মানুষও ভিড় জমাচ্ছেন। সকলেই চোখের দেখা দেখতে চাইছেন কালো ডিম ২টিকে।
যদিও এটা নতুন নয়, কয়েকদিন আগেই সেপ্টেম্বরে অন্য এক জায়গাতেও কালো ডিম পেড়ে বিখ্যাত হয়ে যায় একটি হাঁস। তবে খুব কম দিনের ব্যবধানে এমন কালো ডিম পাড়ার ঘটনা নজর কেড়েছে বিজ্ঞানীদেরও।
গত সেপ্টেম্বরে বাংলাদেশের জিন্নাগড় এলাকায় একটি হাঁস কালো ডিম পাড়ে। যা নিয়ে কম হইচই হয়নি! তারপর ফের অক্টোবরের শেষে একই ঘটনা ঘটল বাংলাদেশে। এবার ঘটল কুড়িগ্রামে।
সেখানে এক পরিবারে কয়েকটি পোষা পাতিহাঁস রয়েছে। তারই একটি এই প্রথম ডিম দিল। পরপর ২ দিন ২টি কালো ডিম পেড়েছে সে। আর তাতেই আলোড়ন পড়ে গেছে শুধু গ্রাম জুড়ে নয়, দেশজুড়েও।
বিজ্ঞানীরা অবশ্য নানা যুক্তি সামনে আনছেন। হাঁসের জরায়ুতে পিত্তরস বেশি থাকলে ডিমের রং কালো হতে পারে বলে তাঁদের অভিমত। তবে কালো ডিমের কারণ যাই হোক, এমন বিরল ঘটনা দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
ফলে কালো ডিম পাড়া হাঁসের মালিকের সাধারণ সাদামাটা জীবন গেছে বদলে। শুধু সাধারণ মানুষ বলেই নয়, সংবাদমাধ্যমের ভিড়ও লেগে আছে তাঁর বাড়িতে।