নাগাড়ে বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের বেহাল দশা ক্রমশ জটিল আকার নিচ্ছে। কিছুদিন আগে সাইক্লোন মোরা তছনছ করে দিয়েছিল চট্টগ্রাম সহ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ভাগ। মৃত্যু হয়েছিল ৮ জনের। মোরার হাত ধরে বৃষ্টিও ঢুকে পড়েছিল এই অঞ্চলে। তারপর থেকে বৃষ্টি হয়েই চলেছে। শেষ কয়েকদিনে তা নাগাড়ে বৃষ্টির রূপ নিয়ে অবস্থা শোচনীয় করে তুলেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ভাগে পাহাড় ঘেরা আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে। সেখানে অতিবৃষ্টিতে কাদাধস নতুন কিছু নয়। এবারও সেই ঘটনাই ঘটেছে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কাদার স্রোতে চাপা পড়েছে অনেক গ্রাম। বান্দারবন এলাকায় কাদা ধসে চাপা পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামেও কাদা ধস কেড়ে নিয়েছে ১৬ জনের প্রাণ। তবে সবচেয়ে শোচনীয় অবস্থা রঙ্গমতি-র। পাহাড়ি এই এলাকায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে বৃষ্টি এখনও অব্যাহত থাকায় সেখানে পুরোদমে উদ্ধারকাজ সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা বৃষ্টি থামলে কাদামাটি সরিয়ে উদ্ধার শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।