অতি সম্প্রতি ভারতের কর্ণাটকে এক ‘স্বেচ্ছাচারী’ রেলইঞ্জিন চালক ছাড়াই পাড়ি দিয়েছিল ১৩ কিলোমিটার পথ। এবার বাংলাদেশে আরেক রেলইঞ্জিন করল ‘প্রতিশ্রুতি ভঙ্গ’। সিলেটের মোগলাবাজার রেল স্টেশনের একটি ঘটনা এখন গোটা বাংলাদেশের মানুষের মুখে মুখে ঘুরছে। পারাবত ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে এগিয়ে যায় সামনের দিকে।
গত রবিবার বেলা ৩টেয় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় পারাবত ইন্টারসিটি এক্সপ্রেস। কিন্তু মোগলাবাজার স্টেশনে ঢোকার খানিক আগে ইঞ্জিনের সঙ্গে বগিকে যুক্ত রাখা হোস পাইপটি খুলে যায়। এতেই ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় বগি থেকে। সঙ্গে সঙ্গেই থেমে যায় গোটা ট্রেনটি। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে বগি যে আলাদা হয়ে গেছে তা খেয়ালই ছিলনা ইঞ্জিনে বসে থাকা চালকের। প্রায় ২ কিলোমিটার রাস্তা ইঞ্জিনটি একলা চলার পর চালকের বোধোদয় হয়। পরে হোস পাইপটি লাগিয়ে ট্রেনটি ফের ছুটে যায় গন্তব্যের উদ্দেশে। রক্ষে এটাই যে এর মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।