World

রোবট রেস্তোরাঁ নিয়ে তুঙ্গে উৎসাহ

রোবট রেস্তোরাঁ নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এমন রেস্তোরাঁ রয়েছে। এবছরের শুরুতে পাকিস্তানের মুলতানেও চালু হয় এরকমই একটি রোবট রেস্তোরাঁ। যেখানে রোবটই অর্ডার নেওয়া ও খাবার গ্রাহকের টেবিলে পৌঁছে দেওয়ার মত কাজগুলি করে থাকে। তেমনই একটি রেস্তোরাঁ এবার চালু হল বাংলাদেশে। রাজধানী ঢাকায় এই রেস্তোরাঁ খোলায় সেখানকার মানুষজনের উৎসাহ চরমে উঠেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নিকটবর্তী মিরপুর রোডের এই রেস্তোরাঁর রোবট ২টি চিনের একটি সংস্থা তৈরি করেছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ওয়েটার দিয়ে খাবার সার্ভ করানোর চেয়েও অনেক ভাল পরিষেবা দিতে সক্ষম ‘হিউম্যানয়েড’ এই ২টি রোবট। এতে গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন বলেই তাঁদের বিশ্বাস। সেইসঙ্গে তাঁদের দাবি, রোবট দিয়ে পরিবেশন একটা অন্যরকম আবহ তৈরি করবে। যার নতুনত্ব রেস্তোরাঁয় খেতে আসা মানুষেরা উপভোগ করতে পারবেন। ছোটদেরও রোবট ওয়েটার ভাল লাগবে। পাশাপাশি সবরকম আর্থিক ক্ষমতার মানুষই যাতে এই রেস্তোরাঁয় খেতে আসতে পারেন সেকথা মাথায় রেখে বিভিন্ন খাবারের দাম নির্ধারণ করা হয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button