
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪৫ তম স্বাধীনতা দিবস পালন করল বাংলাদেশ। মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি এদিন শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সওয়াল করেন আবদুল হামিদ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বাংলাদেশের পরম্পরা বলে ব্যখ্যা করেন তিনি। এদিকে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদকে এদিন ভারতের তরফে শুভেচ্ছাবার্তা পাঠান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সামরিক অভিযান শুরু করে পাক সেনা। শুরু হয় নৃসংস গণহত্যা। পরদিন ২৬ মার্চ থেকে পাক সেনার বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই শুরু করেন বাংলাদেশের মানুষ। ন’মাসের সেই মুক্তিযুদ্ধের প্রারম্ভের দিনটি প্রতি বছরই স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসেন বাংলাদেশবাসী।