এক মহিলা সাংবাদিককে তাঁর বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের ঘটনায় আলোড়ন সৃষ্টি হল। বাংলাদেশের পাবনা জেলার রাধানগরের বাসিন্দা বছর ৩২-এর সুবর্ণা নদী আনন্দ টিভি-র জেলা প্রতিনিধি। এছাড়া একটি পোর্টালের সঙ্গেও যুক্ত তিনি। অভিযোগ, গত মঙ্গলবার রাত ১০টার পর তাঁর বাড়িতে বেল বাজে। দরজা খুললে সময় নষ্ট না করে সুবর্ণা নদীকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে আততায়ী। তারপর সেখান থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সুবর্ণা নদীর সঙ্গে তাঁর স্বামী রাজীবের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সুবর্ণা নদীর আগে একটা বিয়ে হয়েছিল। এক কন্যাও হয়। কিন্তু পরে সেই বিয়ে টেকেনি। তবে মেয়ে মায়ের কাছেই থাকত। পরে রাজীবের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয় সুবর্ণা নদীর। যদিও গত ১ বছর হল তাঁরা আলাদা থাকেন। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই ঘটনার পর সুবর্ণা নদীর পরিবারের তরফে রাজীব ও তাঁর পরিবারের দিকে আঙুল তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলাদেশের সাংবাদিক মহল এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ। দোষীর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।