
ফের বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড। মঙ্গলবার সকালে একটি মন্দিরের বৃদ্ধ পুরোহিতকে কুপিয়ে খুন করে ৩ বাইক আরোহী। বাংলাদেশের ঝেনিদা জেলার কারাতিপারা গ্রামের নারদাংগা মন্দির। এখানেই প্রধান পুরোহিত ছিলেন অনন্ত গোপাল গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ তাঁর বাড়ির সামনেই ৩ বাইক আরোহী এসে আচমকা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ বসায়। প্রায় ধর থেকে আলাদা হয়ে যায় ৭০ বছরের বৃদ্ধ পুরোহিতের মুণ্ড। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধ পুরোহিত। এরপরই বাইকে চম্পট দেয় আততায়ীরা। এরা সকলেই জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করছে পুলিশ। হালে বাংলাদেশে আইএসের বাড়বাড়ন্ত চোখে পড়ছে। তারা একের পর এক হত্যাও করছে। তবে কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। এদিকে এদিন ঢাকায় বাংলাদেশের জঙ্গি সংগঠন জামায়েতুল্লা মুজাহিদিন বাংলাদেশের সদস্যদের সঙ্গে পুলিশের গুলি যুদ্ধের ঘটনা ঘটে। গুলির লড়াইয়ে জেএমবি-র দুই শীর্ষস্থানীয় নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে রাজশাহী জেলার গোদাগরি শহরেও এদিন পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি যুদ্ধের ঘটনা ঘটে। সেখানেও এক জেএমবি সদস্যের পুলিশের গুলিতে মৃত্যু হয়।