
বাংলাদেশে ফের খুন। এবার এক হিন্দু আশ্রমিক। শুক্রবার সকালে তাঁকে আশ্রমের সামনেই খুন করে পালায় আততায়ীরা। কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। দুদিন আগে এক মন্দিরের পুরোহিতকে গলা কেটে খুন করে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। তার ঠিক দুদিন পরই ফের খুন হলেন ৬০ বছর বয়স্ক এই বৃদ্ধ আশ্রমিক। পুলিশ সূত্রের কবর, নিত্যরঞ্জন পাণ্ডে নামে এই ব্যক্তি গত ৪০ বছর ধরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পরমতীর্থ হিমাইতপুরধাম আশ্রমে কর্মরত। অন্যান্য দিনের মত এদিনও তিনি সকালে প্রাতঃভ্রমণে বার হন। পাবনার হিমাইতপুর উপজেলার এই আশ্রমের সামনেই প্রাতঃভ্রমণ করার সময় তাঁকে আক্রমণ করা হয়। তারপর সেখানেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে চম্পট দেয় আততায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।