
ভারত সরকারের তরফে প্রথমে জানান হয়েছিল ঢাকায় জঙ্গি হানার ঘটনায় কোনও ভারতীয়ের মৃত্যু হয়নি। কিন্তু পরে সে ভুল শুধরে নেয় তারা। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন যে কুড়ি জন বিদেশি নাগরিক এই জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন তারমধ্যে তারিষি জৈন নামে বছর ১৯-এর তরুণী ছিলেন। তাঁর বাবা সঞ্জীব জৈনের সঙ্গে কথাও বলেন সুষমা। সূত্রের খবর, তারিষি ভারতীয়। থাকেন আমেরিকায়। ছুটি কাটাতে বাবার কাছে ঢাকায় গিয়েছিলেন তিনি। শুক্রবার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে ওই কাফেতে যান তারিষি। ঠিক সেই সময়েই সেখানে জঙ্গি হামলা হয়। জঙ্গিদের হাতে প্রাণ যায় এই তরতাজা তরুণীর।