
মাত্র ৬ দিনের ব্যবধানে ফের বাংলাদেশে জঙ্গি হামলা। ইদের সকালে নমাজ পাঠের আগে বাংলাদেশের কিশোরগঞ্জে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। মৃতেরা পুলিশকর্মী। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এঁদের মধ্যে ৬ পুলিশকর্মী রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর গুলিবর্ষণও শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশ। বেশ কিছুক্ষণের গুলিযুদ্ধের পর এক জঙ্গির মৃত্যু হয়। এই ঘটনায় জঙ্গি সন্দেহে কয়েকজনকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। ভারতের মত বাংলাদেশেও বৃহস্পতিবার ইদ। সকাল থেকেই খুশির উৎসব ঘিরে দেশ জুড়ে সাজোসাজো রব। বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয় নমাজ পাঠ। তারমধ্যেই এমন নৃশংস ঘটনায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এর আগেই আইএসের তরফে বাংলাদেশে ফের হামলার হুমকি দেওয়া হয়েছিল। কিশোরগঞ্জের ঘটনা সেই হুমকির ফল বলে মনে করছেন অনেকে। ইদের সকালে বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে ভারত। কংগ্রেসের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে।