ফের বাংলাদেশে বুদ্ধিজীবী খুন। পর পর ব্লগার হত্যাকে কেন্দ্র করে সরগরম বাংলাদেশে এখন সেই প্রবণতায় অনেকটা ইতি পড়েছে। সন্ত্রাস বিরোধী অপারেশন চলছে জোরকদমে। এর মাঝেই বাংলাদেশের জনপ্রিয় লেখক তথা প্রকাশক শাহজাহান বাচ্চুকে রাস্তায় ফেলে গুলিতে ঝাঁঝরা করে দিল আততায়ীরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার কাকালদি গ্রামে।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বছর ৬০-এর শাহজাহান বাচ্চু পবিত্র রমজান মাসে ইফতারের আগে বিকেলে দেখা করতে যান এক বন্ধুর সঙ্গে। তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। সেখানেই বন্ধুর সঙ্গে কথা বলছিলেন শাহজাহান। অভিযোগ সেসময়ে ২টি বাইকে ৫ জন দুষ্কৃতী সেখানে হাজির হয়। প্রথমেই তারা দোকানের বাইরে একটা বোমা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। তারপর দোকানে ঢুকে শাহজাহান বাচ্চুকে টেনে হিঁচড়ে দোকানের বাইরে বার করে আনে। সেখানে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে বাইকে চম্পট দেয় আততায়ীরা।
কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান এ কাজ কোনও সন্ত্রাসবাদী সংগঠনেরই। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে কবিতার বইয়ের প্রকাশক হিসাবে খ্যাত ‘বিশাখা প্রকাশনী’-র মালিক তথা লেখক শাহজাহান বাচ্চুর এই মর্মান্তিক হত্যাকাণ্ডে বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।