
ফের বাংলাদেশে ব্লগার খুন। বুধবার রাতে রাস্তার ওপর নাজিমুদ্দিন সামাদ নামে ওই ব্লগারকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঢাকার একরামপুর ট্রাফিক মোড়ের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সামাদকে কয়েকজন দুষ্কৃতী প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তারপর তাকে গুলি করে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর পথ চলতি মানুষই তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বল ঘোষণা করেন। ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে ও ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করে ব্লগ লিখতেন সামাদ। সামাদকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ছাত্র সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। এই নিয়ে ২০১৩ থেকে বাংলাদেশে পাঁচজন ব্লগারকে নৃশংসভাবে হত্যা করল দুষ্কৃতীরা।