
বাংলাদেশি ব্লগার নাজিমুদ্দিন সামাদের হত্যার নিন্দা করল আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার নাজিমুদ্দিনের হত্যাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন। যে সব ব্লগারের প্রাণহানির সম্ভাবনা আছে আমেরিকা তাদের আশ্রয় দেবার কথা ভাবছে বলেও জানান তিনি। মার্কিন সরকার এঁদের ‘হিউম্যানেটরিয়ান প্যারোল’-এ আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানান টোনার। বিপন্ন কোনও ব্যক্তিকে মার্কিন দেশে সাময়িক আশ্রয় দিতে ‘হিউম্যানেটরিয়ান প্যারোল’ ব্যবহার করা হয়।