দীর্ঘদিন ধরেই ব্যাঙ্কের এই ৫১টি শাখা বিশাল অঙ্কের লোকসানে চলছিল। তারওপর ব্যাঙ্ক খতিয়ান বলছে, এই শাখাগুলি একেবারেই টিকে থাকার অবস্থায় নেই। তাই দেশ জুড়ে এই ৫১টি শাখা বন্ধ করে এবার সেগুলিকে কাছের অন্য শাখার সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ব্যাঙ্কের এক আধিকারিক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে তিনি তাঁর নাম বলতে চাননি।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যাঙ্কের দেশ জুড়ে মোট ১ হাজার ৯০০ শাখা রয়েছে। যারমধ্যে ৫১টি বন্ধ হতে চলেছে। এখানে অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের নিকটবর্তী শাখার সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)