দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অধিকাংশ এটিএম বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। মানুষ বুঝে উঠতে পারছেন না প্রয়োজনে টাকা তুলবেন কি করে? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের চেষ্টা, ৫ সহযোগী ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মেশানোর প্রস্তাব সহ একগুচ্ছ বিষয়ের প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে। যাতে সামিল হয়েছে এটিএম নিরাপত্তারক্ষীদের ইউনিয়নও।
দেশের প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী এই ধর্মঘটে অংশ নিয়েছেন। ফলে শুক্রবার দেশ জুড়ে মুখ থুবড়ে পড়েছে ব্যাঙ্কিং পরিষেবা। প্রায় সব ব্যাঙ্কের দরজা বন্ধ। ঝাঁপ বন্ধ এটিএমগুলিরও। তবে ধর্মঘটের বাইরে রয়েছে সমবায় ও গ্রামীণ ব্যাঙ্ক। শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা অচল হলেও শনিবার যাবতীয় ব্যাঙ্ক খোলা থাকবে বলেও জানান হয়েছে।