উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত দলিলে সাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাষ্ট্রসংঘের মদতপুষ্ট এই নিষেধাজ্ঞায় সাক্ষর করার পর ওবামা জানান, এই পদক্ষেপ উত্তর কোরিয়ার আমজনতার জন্য নয়, বরং তাদের সরকারের ওপর।
বারবার মানা করা সত্ত্বেও উত্তর কোরিয়ার কিম প্রশাসন জানুয়ারিতে পরমাণু পরীক্ষা চালায়। তারপরও রাষ্ট্রসংঘের সতর্কবার্তাকে তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ফেব্রুয়ারিতে। এই ঔদ্ধত্বের জবাব দিতেই এই নিষেধাজ্ঞা জারিতে ওবামার সবুজ সংকেত বলে জানান হয়েছে। ইতিমধ্যেই কিম প্রশাসনকে চাপে রাখতে কোরিয়ান পেনিনসুলায় দক্ষিণ কোরিয়া ও মার্কিন রণতরীগুলি যৌথ মহড়া চালিয়ে যাচ্ছে।