সিংহাসনে আর মাত্র ১৫ দিন। তারপর তা ছেড়ে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তবে যতক্ষণ তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে রয়েছেন ততক্ষণ তিনি তাঁর ক্ষমতার প্রশ্নে দেশের সর্বোচ্চ স্থানাধিকারী। আর সেই পদের জোড়েই এদিন সরাসরি রাশিয়ার বিরুদ্ধে সাইবার আক্রমণের অভিযোগ এনে তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রসঙ্গত এর আগেই ডোনাল্ড ট্রাম্পকে জেতানোয় রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আমেরিকার প্রেস সেক্রেটারি নিজে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাইবার হানা নিয়ে অবহিত ছিলেন। আর সেই জোরেই তিনি হিলারি ক্লিনটনকে হারাতেও পেরেছেন। সেই অভিযোগকে সামনে রেখেই ওবামা এদিন পরিস্কার জানান, দেশের নির্বাচনের বিশুদ্ধতার ওপর যদি কোনও বিদেশি রাষ্ট্র প্রভাব বিস্তার করতে চায় তবে তার যোগ্য জবাব দেওয়া হবে। পদক্ষেপ করা হবে। একটি সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়াকে বলবেন যেন ক্লিনটনের হারানো মেলগুলি তাঁর সার্ভার থেকে উদ্ধার করে দেয়। যদিও প্রকাশ্যে এমন বক্তব্য তিনি মস্করা করতেই বলেছিলেন বলে দাবি করেন ট্রাম্প।