গত দেড়শো বছর ঘুমিয়ে ছিল সে। কিন্তু বিজ্ঞানীরা জানতেন সে শুধু ঘুমিয়েই আছে। মৃত নয়। ফলে যে কোনও সময় জেগে উঠে উগড়ে দিতে পারে আগুনের স্রোত। হলও তাই। দেড়শো বছর নিশ্চিন্তে ঘুমিয়ে কাটানোর পর অবশেষে জেগে উঠল ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সুপ্ত আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড।
আন্দামান সাগরের ওপর এই দ্বীপটি আসলে একটা আগ্নেয়গিরির মাথা। গত শুক্রবার আন্দামান সাগরে বিজ্ঞানীদের নিয়ে ঘুরছিল একটি জাহাজ। সমুদ্রের তলার মাটির প্রকৃতি নিয়ে গবেষণা চালানো ওই দল আচমকাই দেখেন দূরে ব্যারেন আইল্যান্ডের চূড়া থেকে ধোঁয়া বার হচ্ছে। ভাল করে লক্ষ করার পর তাঁরা বুঝতে পারেন জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী। এরপর সন্ধে নামার পর দেখা যায় জ্বালামুখ বেয়ে চারপাশে গড়িয়ে পড়ছে জ্বলন্ত লাভার রক্তিম স্রোত।
পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি বেয়ে কিছু সময়ের ফারাকে গলিত লাভা বেরিয়ে আসছে। ধোঁয়া বার হতে থাকায় দ্বীপের মাথায় তৈরি হয়েছে মেঘের কুণ্ডলী।