চলে গেলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের অন্যতম নায়িকা বাসবী নন্দী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। এক বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছিলনা। গত রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা চলচ্চিত্র জগত। ‘বন পলাশীর পদাবলী’ সিনেমায় তাঁকে উত্তম কুমারের বিপরীতে দেখতে পাওয়া গিয়েছিল। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান। এছাড়াও অনেকগুলি বাংলা সিনেমায় তাঁর অভিনয় আজও মানুষ মনে রেখেছেন। যার মধ্যে রয়েছে ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘অভয়া ও শ্রীকান্ত’, ‘বাঘিনী’, ‘সেই চোখ’, ‘রাতের কুহেলী’, ‘গজমুক্তা’, ‘আমি সে ও সখা’, ‘নবরাগ’-এর মত সিনেমা। এছাড়া ‘দো দিলো কি দাস্তাঁ’ নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও সমানভাবে সফল ছিলেন বাসবী নন্দী। ‘কারাগার’, ‘শ্রীমতি ভয়ংকরী’-র মত নাটকে তাঁর অভিনয় আজও অনেক মানুষের চোখের সামনে জ্বলজ্বল করছে। কলকাতাতেই পড়াশোনা বাসবী নন্দীর। তারপর সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, গোবিন্দন কুট্টির মত দিকপালদের কাছে তাঁর গানের তালিম নেওয়া। অভিনয়ের পাশাপাশি গানেও সমান দক্ষ ছিলেন বাসবী নন্দী। তাঁর গানের রেকর্ডও রয়েছে।