বলিউডে নক্ষত্রপতন, চলে গেলেন বাসু চট্টোপাধ্যায়
চলে গেলেন বিখ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।
মুম্বই : মুম্বইয়ের সিনেমা জগতে যে কজন বাঙালির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁদের মধ্যে একজন অবশ্যই বাসু চট্টোপাধ্যায়। বাসু চ্যাটার্জী নামটা মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই বাঙালি পরিচালক এদিন চলে গেলেন। ৯৩ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। বয়সজনিত কারণে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। দুপুরে সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মিডল অফ দ্যা রোড সিনেমায় তিনি ছিলেন পথপ্রদর্শক। একটা সময় বাসু চট্টোপাধ্যায়, বাসু ভট্টাচার্য এবং হৃষীকেশ মুখোপাধ্যায় মুম্বই সিনেমা জগতকে দাপটে শাসন করেছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই ৩ বাঙালি পরিচালক। বাসু চট্টোপাধ্যায়ের হিট ছবিগুলির মধ্যে রয়েছে ‘চিতচোর’, ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘মঞ্জিল’, ‘চামেলি কি শাদি’, ‘শৌকীন’, ‘পসন্দ আপনা আপনা’। তাঁর তৈরি ‘এক রুকা হুয়া ফয়সলা’ এখনও সিনেমা জগতে আলোচিত হয়।
১৯৯২ সালে ‘দুর্গা’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান বাসু চট্টোপাধ্যায়। হিন্দি ও বাংলায় অনেক সিনেমার পরিচালনা করেছেন তিনি। এছাড়া দূরদর্শন-এর জন্য ২টি সিরিয়াল পরিচালনা করেন তিনি। ২টিই এখনও ভারতীয় টিভির জগতে ২টি সুপারহিট সিরিয়াল হিসাবে রয়ে গিয়েছে। একটি ‘ব্যোমকেশ বক্সী’ ও অন্যটি ‘রজনী’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা