লাল তরলে হোলি খেলে এই দেশ, রহস্য লুকিয়ে থাকে ওই লাল তরলেই
স্পেনের টমেটো মাখার উৎসবের কথা সবাই জানেন। কিন্তু এই লাল তরলের উৎসবও কম জনপ্রিয় নয়। লাল তরল গায়ে ঢেলে দেন একে অন্যের।
স্পেনের পৃথিবী খ্যাত উৎসব লা টোমাটিনা। যেখানে অসংখ্য টমেটো দিয়ে কার্যত হোলি খেলেন সকলে। মাখামাখি হয়ে যান টমেটোর রসে। সে এক হোলি খেলা।
তবে স্পেনের মানুষ বোধহয় এমন রঙিন খেলায় মেতে উঠতে বেশিই ভালবাসেন। তাই জুন মাস শেষের দিকে পৌঁছলেই তাঁদের ফের রং খেলার ইচ্ছা জাগে।
প্রতিবছর স্পেনের লা রিওজা-র হারো শহর লালে মাখামাখি হয়ে যায় জুনের শেষে। তবে এখানে অন্য কোনও রংয়ের তরল নয়, কেবল লাল রংয়ের তরলই ব্যাবহার হয়।
সব বয়সের মানুষ রাস্তায় নেমে আসেন। একে অপরের গায়ে মগ, বোতল, বাটি, পিচকারি, বালতি যা দিয়ে পারেন লাল তরল ছুঁড়ে দেন।
সকলেই এক সময় মাখামাখি হয়ে যান। দূর থেকে দেখলে মনে হবে হোলির দিন। ভারতে হোলির দিন সকলে এক জায়গায় হয়ে কেবল লাল রং দিয়ে হোলি খেললে যেমন দেখতে লাগে, হুবহু তাই।
স্পেনে লা টোমাটিনা উৎসবের মত অতটা বিখ্যাত না হলেও হারো শহরের এই ওয়াইন উৎসব স্পেনে কম জনপ্রিয় নয়। ওয়াইনের লাল তরল এখানে একে অপরের গায়ে ঢেলে দেওয়াতেই লুকিয়ে থাকে আনন্দ।
হোলির রং তো আর পান করা যায়না। কিন্তু এখানে লাল তরল গায়েও ছোঁড়া যায়, আবার পানও করা যায়। এই উৎসবে শামিল হতে কেবল হারো শহর নয়, স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন। লাল ওয়াইনে মাখামাখি হয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।