প্রয়াত জগৎবিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা
চলে গেলেন জগৎবিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা। বয়স হয়েছিল ৮৯ বছর।
গান্ধীনগর : চলে গেলেন ভারত বিখ্যাত তো বটেই, এমনকি জগৎবিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা। তারকাদের জ্যোতিষী হিসাবেও যথেষ্ট পরিচিতি ছিল এই তারকা জ্যোতিষীর। তাঁর মৃত্যুর খবর ছড়ানোর পর বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে যে বেজান দারুওয়ালার মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের শিকার হয়ে। যদিও পরে তাঁর ছেলে নাস্তুর দারুওয়ালা জানান, পুরোটাই গুজব। তাঁর বাবা অনেকদিন ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
সপ্তাহ খানেক আগেই আমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে বেজান দারুওয়ালাকে ভর্তি করা হয়। ২ দিন আগে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপর আর ভেন্টিলেশন থেকে তাঁকে বার করা সম্ভব হল না। শুক্রবার বিকেল ৫টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর খবরে ট্যুইট করে শোকপ্রকাশ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বেজান দারুওয়ালার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছেন। তাঁর গনেশাস্পিকস নামে একটি ওয়েব পোর্টালও রয়েছে। জ্যোতিষী হিসাবে ভারত সহ বিশ্বে তিনি জনপ্রিয়তার শীর্ষ পৌঁছেছিলেন। জ্যোতিষী হিসাবে দেশের প্রথম সারির সংবাদপত্রে কলামও লিখতেন তিনি। ১৯৩১ সালে তৎকালীন বোম্বাইতে জন্ম হয় বেজান দারুওয়ালার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা