Lifestyle

মাঝ জঙ্গলে এক আজব হোটেল, দরজা যার মলদ্বার

জানালার বাইরে তাকাতে চোখে ধরা দেয় রাজহংস। হোটেলের বাইরে পা দিতেই নরম ঘাসের স্পর্শে স্নিগ্ধ হয়ে যায় মন। হাত বাড়ালেই মেলে সবুজ অরণ্য।

ঘুরতে গিয়ে থাকা খাওয়ার দিকটাও মাথায় রাখতে হয়। বেড়াতে গিয়ে জঙ্গলের মাঝে ইট-কাঠ-পাথরের হোটেলে থাকতে যাঁদের মন চায়না, সেইসব অ্যাডভেঞ্চারপ্রেমীদের অভিনব অভিজ্ঞতার স্বাদ দিতে সেজেগুজে প্রস্তুত ‘ক্যাসএনাস’।


হোটেল বলতে আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে, ক্যাসএনাস তার থেকে একেবারেই আলাদা। বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলের ভার্বাক আর্ট ফাউন্ডেশন পার্কে জমিয়ে বসা এই হোটেলটির প্রবেশদ্বার আসলে মানুষের মলদ্বারের আদলে তৈরি।

Belgium


ভাবছেন একি বিচ্ছিরি রসিকতা মশাই! ঘুরতে গিয়ে মলদ্বারের ভিতর টাকা খরচ করে কে সাধ করে থাকতে যাবে? আসলে, ক্যাসএনাস সত্যি সত্যি তো আর মানুষের মলদ্বার নয়।

হোটেলটিকে ইচ্ছাকৃতভাবে মানব শরীরের অভ্যন্তরভাগের কোলোনের চেহারা দেওয়া হয়েছে। আর সেই চেহারা তিলে তিলে দান করেছেন বিখ্যাত ডাচ শিল্পী জোয়েপ ভ্যান লিয়েসআউট।

প্রচারের আলো পাওয়ার পর থেকে রমরমিয়ে ব্যবসাও করছে ক্যাসএনাস। বছরে ২০ হাজারের মত উৎসাহী মানুষের ভিড় লেগে থাকে ঘাসের বুকে গজিয়ে ওঠা কৃত্রিম মলদ্বারে!

মাথার ওপর আকাশ ভরা মিটিমিটি তারার ঝিকিমিকি কম্পন। হাতে ওয়াইনের গ্লাস। মখমলে বিছানায় শরীর এলাতেই যেন জুড়িয়ে যায় প্রাণ।

Belgium

জানালার বাইরে তাকাতে চোখে ধরা দেয় কৃষ্ণকালো রাজহংস। তার পিছু ধাওয়া করতে হোটেলের বাইরে পা দিতেই নরম ঘাসের স্পর্শে স্নিগ্ধ হয়ে যায় মন। সামনে হ্রদের জলের মিষ্টি বাতাস বড় পাওনা। আর হাত বাড়ালেই মেলে সবুজ অরণ্য।

এমন নিরালা প্রকৃতির বুকে যাঁরা একটু অন্যরকমভাবে একটা রাত কাটাতে চান তাঁদের জন্য আদর্শ স্থান হয়ে উঠেছে বেলজিয়ামের ক্যাসএনাস হোটেল।

নিসর্গের মনোহর সৌন্দর্য আর ইউরোপের সেরা ওয়াইনের স্বাদেই অনন্য বেলজিয়ামের অদ্ভুতদর্শন বিলাসবহুল হোটেলটি। অতিথিদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এখানে রয়েছে সমস্ত ধরণের সুযোগসুবিধা।

সুরারসিকদের কথা ভেবে হোটেলে রাখা হয়েছে আলাদা ওয়াইন কেবিন। আর সব কিছুর চেয়ে আলাদা হওয়ার স্পৃহায় তৈরি এই হোটেলের প্রবেশদ্বার থেকে তার বহিরঙ্গের চেহারা তো অবশ্যই প্রকৃতির পাশাপাশি নিজেই একটা আকর্ষণ। এক দ্রষ্টব্য বস্তু। এক বলার মত অভিজ্ঞতা। যা উপহার দিচ্ছে ক্যাসএনাস। এক আজব এবং মনে রাখার মত হোটেল যাপন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button