মস্তিষ্কের নীল বিন্দুর কাজ এতদিনে স্পষ্ট হল বিজ্ঞানীদের কাছে
মস্তিষ্কের নীল ছোট্ট বিন্দুটি কিন্তু জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামাল দেয়। এতদিনে সেকথা জানতে পারলেন বিজ্ঞানীরা।
মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য ঘুমের প্রয়োজন রয়েছে। এটা আগেই জানতেন বিজ্ঞানীরা। এটাও জানা ছিল যে আলো কেবল দেখতেই কাজে লাগেনা, তা একজন মানুষের মুডকেও নিয়ন্ত্রণ করে। কিন্তু কীভাবে মস্তিষ্ক এটা নিয়ন্ত্রণ করে সেটা জানা ছিলনা।
এবার সেকথা জানতে পারলেন একদল গবেষক। বেলজিয়ামের লিয়েজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি গবেষণা চালিয়ে মস্তিষ্কের এই জটিল তত্ত্ব সম্বন্ধে জানতে পেরেছেন।
মস্তিষ্কের পিছনের দিকে নিচে একটি নীল বিন্দু দেখতে পাওয়া যায়। যার মাপ ২ সেন্টিমিটারের একটি স্প্যাগেটির মত। সেই নীল বিন্দুটি আগেই চেনা থাকলেও এতদিনে বিজ্ঞানীরা জানতে পারলেন ওই নীল বিন্দুই আসলে মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে।
লোকাস সিরুলিয়াস নামে এই নীল বিন্দুটিকে নীল বিন্দু বলা হয় ল্যাটিন শব্দ লোকাস সিরুলিয়াস-এর শব্দগত অর্থ বিচার করে। যার মানে নীল বিন্দু।
এটি নীল যে তা জানা গিয়েছিল অটোপ্সি-তে। বিজ্ঞানীরা জানাচ্ছেন অত্যাধুনিক ৭ টেসলা এমআরআই মেশিন ব্যবহার করে পাওয়া রিপোর্ট পর্যালোচনা করে এই নীল বিন্দুটির কার্যকারিতা স্পষ্ট হয়েছে তাঁদের কাছে। যা মানুষের ঘুমের মত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশকে নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্কের অনেক কাজই এখনও ঠিক কীভাবে হয় তা পরিস্কার নয় বিজ্ঞানীদের কাছে। তবে এই রহস্যভেদটা হয়ে গেল। ঘুম যে মস্তিষ্কের একটি ছোট্ট নীল বিন্দুর হাতের মুঠোয় থাকে তা জানার পর এবার মস্তিষ্কের আরও তত্ত্ব জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা