গৃহপ্রবেশ করার সঠিক দিন ও তিথি, কবে উচিৎ নয়
কোন বারে গৃহপ্রবেশ করলে চুরির ভয় থাকেনা, কোন তিথিতে নিষিদ্ধ।
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।
গৃহনির্মাণ কার্যের পক্ষে ও গৃহপ্রবেশের পক্ষে শুভ ও প্রশস্ত দিন হল সোম, বুধ, বৃহস্পতি কিংবা শুক্রবার। মঙ্গলবার কিংবা শনিবার কখনওই নয়। দিন থাকলেও ওই দিনে গৃহপ্রবেশ করা উচিৎ নয়। গৃহস্থের বাড়িতে চুরির ভয় থাকে কৃষ্ণপক্ষে গৃহপ্রবেশ করলে। শুক্লপক্ষে গৃহপ্রবেশে চুরির ভয়টা থাকে না। গৃহপ্রবেশ নিষিদ্ধ অমাবস্যা, চতুর্থী, নবমী, ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে। — তথ্য – শিবশংকর ভারতী