জ্বর কমছে কিন্তু সারছে না, কঠিন জ্বরের দৈব প্রতিকার জানুন
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
অনেকের জ্বর হলে ওষুধ খেলে জ্বর কমছে কিন্তু সারছে না, তাঁরা এটা করতে পারেন। রবিবার সকালে সাদা ধুতরোফুল গাছের শিকড় সাদা সুতো দিয়ে বাহুতে বেঁধে দিলে একদিনেই জ্বর সেরে যায়। মেয়েরা বাম এবং ছেলেরা ধারণ করবেন ডান বাহুতে। আগের দিন যে ধুতরো গাছের কাছে গিয়ে প্রণাম জানিয়ে বলে আসবেন ওই গাছের শিকড় নেবেন।
আর একটা সমাধানের পথ বলি। শীতলামন্দিরে ডাব চিনি আর বাতাসা দিয়ে পুজো দিন। শনি ও মঙ্গলবার মিলিয়ে তিনটে। পুজো দেওয়ার সময় পুরোহিতকে মুখে বলে দেবেন, দেব জ্বরাসুর আর মা শীতলার উদ্দেশ্যে পুজো এবং মন যা চায় দক্ষিণা দেবেন। যত কঠিন জ্বর হোক না কেন, ছাড়তে বাধ্য। — তথ্য – শিবশংকর ভারতী