বিবাহে বাধা কাটানোর প্রতিকার
বিবাহে প্রবল বাধা না থাকলে এই কাজটাতে বিয়ের বাধা কাটে। বিয়েতে শুধু বাধা হচ্ছে, যোগাযোগ হয়ে ভেঙে যাচ্ছে, তাঁরা কাজটা করে দেখতে পারেন।
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
কোনও মেয়ের বিয়েতে শুধু বাধা হচ্ছে, যোগাযোগ হয়ে ভেঙে যাচ্ছে, তাঁরা কাজটা করে দেখতে পারেন। কাজটা করতে হবে যে কোনও শুক্লপক্ষের বৃহস্পতিবার। একটা পুরনো ব্যবহৃত তালা নিয়ে চাবি দিয়ে ঘোরাতে ঘোরাতে ঘুরতে হবে।
ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হবে বারকয়েক। এবার তালাটা রেখে আসতে হবে চৌরাস্তায় অন্ধকারে। রেখে আসার সময় পিছনে ফিরে দেখবেন না। কাজটা একবারই করতে হবে। বিবাহে প্রবল বাধা না থাকলে এই কাজটাতে বিয়ের বাধা কাটে। — তথ্য – শিবশংকর ভারতী
তালাটি কি খোলা অবস্থায় থাকবে? চাবিটা কি করবো?