Astro Tips

গর্ভাবস্থায় মন্দিরে গেলে কি হয়, জানালেন মহাপুরুষ

মেয়েদের গর্ভাবস্থায় নানান ধরনের পারিবারিক বিধি-নিষেধ মানতে হয় চলতে হয়। এবিষয়ে মহাপুরুষের দেওয়া সঠিক তথ্য।

মেয়েদের গর্ভাবস্থায় নানান ধরনের পারিবারিক বিধি-নিষেধ মানতে হয় চলতে হয় বিভিন্ন আচার বিচারের মধ্যে দিয়ে। যেমন গর্ভাবস্থায় মন্দির ইত্যাদি। এই সময় দীক্ষা নেওয়ার প্রস্তাব বা সুযোগ এলে তা প্রত্যাখ্যাত হয়। এই ঘটনা আমার বহু দেখা ও শোনা।

এ সিদ্ধান্ত সঠিক নয়। মহাপুরুষের কথায়, ‘গর্ভাবস্থায় স্ত্রীলোকেরা দীক্ষা নিতে পারে। এতে কোনও দোষ নেই। এতে গর্ভস্থ সন্তানের আয়ুক্ষয় তো হয়ই না, বরং সে ব্রহ্মশক্তি লাভ করে পবিত্র শরীর হয়।’ — তথ্য — শিবশংকর ভারতী



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button