Astro Tips
শনিদেবের দোষ কাটাতে শনিবারেই করতে হবে এই কাজটি
সহজ উপায়ে, প্রায় বিনা খরচে কাজটি করলে বড় ধরনের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না। ক্ষতিও কিছু হবে না। যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন।
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।
কাজটা করতে হবে শনিবার দিন। পাঁচশো গ্রাম কাঠকয়লা সংগ্রহ করে কালো কাপড়ে বাঁধতে হবে। এবার মাথা থেকে পা পর্যন্ত ওই পোঁটলাটা সাতবার উপর নিচ করে ফিরিয়ে নিয়ে বেলা ১২টায় স্রোতবতী কোনও নদীতে বা পুকুরে ওটা ভাসিয়ে দিলেই হবে। এতে শনিদেবের দোষ উপশম হয়ে সার্বিক দুর্ভোগ কাটে। — তথ্য – শিবশংকর ভারতী
Joy Baba Soni Dev
Joy Baba shanidev