বাড়িতে পায়রার বাসা ভাল না খারাপ, কি বলছে বাস্তুশাস্ত্র
বাড়িতে পায়রার বাসা থাকার প্রভাব কী, সে বিষয়ে বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ তথ্য।
গ্রাম তো বটেই, এমনকি শহুরে জীবনেও আশপাশে কাক, পায়রার কমতি নেই। আর কোনও পাখির দেখা মিলুক না মিলুক এই ২টি পাখির দেখা পাওয়া যাবেই।
সাধারণত কাক বা পায়রা নিয়ে আমজনতার কোনও মাথা ব্যথা নেই। হামেশা দেখতে দেখতে চোখ সয়ে গেছে। ফলে তাদের অবজ্ঞাই করে থাকেন সকলে। কিন্তু এই পায়রাই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে।
পুরনো বাড়িতে ফাঁকফোকরের অভাব নেই। ফলে সেখানে পায়রা অনায়াসেই বাসা বাঁধতে পারে। এমনকি আধুনিক ফ্ল্যাট বাড়িতেও ভেন্টিলেটর বা জানালার কোণায় বাসা বাঁধে কপোতকুল।
পায়রা তার নিজের প্রয়োজনে বাসা বাঁধলেও তাতে প্রাপ্তি কিন্তু আপনার।
বাড়িতে পায়রা বাসা বাঁধলে বাস্তুতে শান্তি আসে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাড়ির সার্বিক বাস্তু পরিস্থিতি সেক্ষেত্রে অনুকূলে হতে হবে।
তাই বাড়িতে পায়রা বাসা বাঁধলে তা ভেঙে ফেলার তোড়জোড় শুরু করার আগে একবার ভেবে দেখা ভাল।
এখানে বলে রাখা ভাল, শুধু পায়রা বলেই নয়, কাক ছাড়া অন্য যে কোনও পাখির বাসাই বাস্তুর জন্য শুভ। — তথ্য – শিবশংকর ভারতী