Astro Tips
শুভ অনুষ্ঠানে কালো কাপড় কী অমঙ্গলের প্রতীক – শিবশংকর ভারতী
আসলে এটা একটা মনের ব্যাপার এবং নিজকলে প্রস্তুত করা সংস্কার।
যে কোনও শুভ বা মাঙ্গলিক কর্মানুষ্ঠানে মেয়েদের কালো পেড়ে কাপড় পড়তে নেই। পুরুষদের কালো পোশাক পরিচ্ছদ পরতে নেই বলে কথা আছে। কিন্তু বাস্তবে কি এর কোনও সত্যতা আছে?
আসলে এটা একটা মনের ব্যাপার এবং নিজকলে প্রস্তুত করা সংস্কার। কালো রঙটা শোকের প্রতীক হিসেবে ধরা হয়, তাই যে কোনও শুভকর্মানুষ্ঠানে এই রঙের পোশাক ইত্যাদি এড়িয়ে চলতে বলা হয়েছে। কালো পেড়ে শাড়ি পরে মাঙ্গলিক স্থানে মেয়েরা গেলে অমঙ্গল কিছু হয়, এমনটা জ্ঞানত কারও মুখে শুনিনি।